শুক্রবার, ৩ মে ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ফর্ণীর প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, ভোলায় উপকূলীয় এলাকার নিম্মাঞ্চল প্লাবিত।। লালমোহন বিডিনিউজ
ফর্ণীর প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, ভোলায় উপকূলীয় এলাকার নিম্মাঞ্চল প্লাবিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন : ঘূর্ণিঝড় ‘ফর্ণী’র প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধিতে ভোলার চরফ্যাশনের উপকূলীয় এলাকা চরপাতিলা ও ঢালচরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই ফুট বেশি পানি উঠায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৩ মে) বলে ১০টার পর থেকে এসব এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্যে নিশ্চিত করা হয়।
ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, ফর্ণী প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধিতে পুরো এলাকা প্লাবিত হয়েছে। বেশিরভাগ বিস্তীর্ণ জনপদ দেড় থেকে দুই ফুট পানির নিচে রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় কখনও কখনও বৃষ্টিপাত ও বাতাস হচ্ছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুরুল আমিন বলেন, ঘূর্ণিঝড় ফর্ণীর প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধিতে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর প্লাবিত হয়েছে। আমরা লোকজনদের আশ্রয়কেন্দ্রে যেতে বলছি। পাশাপাশি নৌ-পথে অনেক মানুষকে মূল ভূখন্ডে আশ্রয় নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি।
বন বিভাগের বিট অফিসার সাইপুল ইসলাম জানান, জোয়ারের পানি বৃদ্ধিতে চকুকরী-মুকরী বাঁধের বাইরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে সকাল থেকে ভোলায় কয়েকদফা বৃষ্টিপাত হয়েছে। বেলা ২টায় পর্যন্ত একই সঙ্গে কখনও কালো মেঘ কখনও বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস প্রবাহিত হচ্ছে। এ রির্পোট লেখা রাত ৮টা পযর্ন্ত একই অবস্থা বিরাজ করছে। এতে ভোলার উপকূলীয় এলাকাজুড়ে আতঙ্ক ছাড়িয়ে পরছে।