সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ৫০পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ৫০পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ম পানের দোকান থেকে ৫০পিচ ইয়াবাসহ বশির হাওলাদার ওরফে বসু (৪২)কে আটক করেছে পুলিশ।
বোরবার বেলা সাড়ে ১২টার দিকে চরফ্যাশন পৌর শহরের বাসস্টান সংলগ্ম পাশের পান দোকানে তল্লাশী চালিয়ে দোকানদার বষিরের পড়নের কাপড়ের মোড়া থেকে ৫০পিচ ইয়ারা উদ্ধার করা হয়।
আটক বশির হাওলাদারের বাড়ি শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে
চরফ্যাশন থানার উপ-পরির্দশক(এস.আই) মোঃ সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার বেলা সাড়ে ১২টায় চরফ্যাশন পৌর শহরের থানা রোড পশ্চিম মাথা লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন শতাব্দি কাউন্টারের পাশে পানের দোকানে তল্লাশী চালিয়ে দোকানদার বশির হাওলাদারের পড়নে কাপড়ের মোড়া থেকে ৫০পিচ ইয়াবা উদ্ধার করি।
চরফ্যাশন থানার উপ-পরির্দশক(এসআই) মোঃ সিদ্দিকুর রহমান বলেন,তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।