শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক।। লালমোহন বিডিনিউজ
সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট মাহফুজউল্লাহ মারা গেছেন। আজ শনিবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিট) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী রেজা দোজা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা বলেন- সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হতে সময়ের ব্যাপার। সাংবাদিক মাহফুজ উল্লাহ তার কর্মের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকবেন।