শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মোটর সাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে মোটর সাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সাইফুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট মহেষখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই এলাকার গাইমরা পইক্কা বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। । সে উপজেলার গজারিয়া এলাকার একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আগামী মাসে তার ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মটরসাইকেল চালনাকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তাল গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এরপর পরিবারের লোকজন জেলা প্রশাসক মহোদয়ের কাছে ময়না তদন্ত না করার জন্য একটি অনুমতি পত্রের জন্য গেছে। যদি জেলা প্রশাসক মহোদয় অনুমতি দেয় তাহলে পরিবারের সিদান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।