বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৭ জেলে আটক।। লালমোহন বিডিনিউজ
ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৭ জেলে আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এদের আটক করা হয়।
আটককৃতদের বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। পরে এদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন নিব্যাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে দুই মাস সকল ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এর অংশ হিসেবে বৃহষ্পতিবার দিনব্যাপী ভোলার মেঘনা নদীর তুলাতুলি, ইলিশা ও রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়।
পরে এদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।