
শুক্রবার, ১০ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দুর্বৃত্তদের চেতনাশক খাবারে নারী ও শিশু সহ আহত ৪
লালমোহনে দুর্বৃত্তদের চেতনাশক খাবারে নারী ও শিশু সহ আহত ৪
এম আর পারভেজ :: ভোলার লালমোহনে দুবৃর্ত্তদের চেতনাশক মিশানো খাবার খেয়ে একই পরিবারের নারী ও শিশু সহ ৪ জন অচেতন হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজাররোডের পূর্ব মাথায় ওমর আলী হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নয়াভাঙ্গনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজীজুল হক ( ৩২), স্ত্রী কোড়ালমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাত (২২), মেয়ে নাবিয়া আক্তার (৩) ও ভাইয়ের মেয়ে রিপা (১৫)। স্থানীয়রা আহতের উদ্ধার করে চিকিৎসা দিয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজাররোডের পূর্ব মাথায় ওমর আলী হাজি বাড়ির নয়াভাঙ্গনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজীজুল হকের বাসায় খাবারের সাথে চেতনাশক ঔষুধ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। সেহরীর সময় ওই খারার খেয়ে তারা অচেতন হয়ে পরলে দুবৃর্ত্তরা ঘরের জানালা ভেঙ্গে মালামল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভোর হয়ে যাওয়ায় দুবৃর্ত্তরা পালিয়ে যায়।