
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে “জাতীয় পুষ্টি সপ্তাহ” পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে “জাতীয় পুষ্টি সপ্তাহ” পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে “জাতীয় পুষ্টি সপ্তাহ” উপলক্ষ্যে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বের হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, আবুল হাসান রিমন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।