মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন হাসপাতালে কেবিন ফি নিয়েও রোগীকে কেবিনচ্যুৎ করার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন হাসপাতালে কেবিন ফি নিয়েও রোগীকে কেবিনচ্যুৎ করার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : সীমাহীন অনিয়ম আর ডাক্তার সংকটে এমনিতেই চিকিৎসা বঞ্চিত হচ্ছে লালমোহনের সাধারণ মানুষ। অনিয়মগুলো বন্ধ না করে বরং দিনেদিনে ধারাবাহিকতা বজায় রেখে চলেছে কতৃপক্ষ এমন অসংখ্য অভিযোগ সাধারণ মানুষের।
এবার এক ভূক্তভোগী রোগীর অভিযোগ হাসপাতালে রোগীর বুকিং করা কেবিন থেকে নামিয়ে ফ্লরে দিল ডিউটি ডাঃ মহসিন।
অভিযোগ সূত্র মতে জানা গেছে, পারিবারিক জমিজমা বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় আহত হয়ে গত ২২ এপ্রিল সোমবার লালমোহন সদর হাসপাতালে ভর্তি হয় বিবি আয়শা (৩৫) ও আজিজল (৪০) নামের দুজন রোগী।
তাদের বাড়ি উপজেলার পাঙ্গাশিয়া গ্রাম পশ্চিম চরউম্মেদ ৪ নং ওয়ার্ড। সরকার কর্তৃক নির্ধারিত ফি ৫০০ টাকা জমা দিয়ে হাসপাতালের ১ নং কেবিনে সিট নেন তারা। কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই ওইদিন রাতে তাদেরকে কেবিন থেকে নামিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক ডা: মহসিন। কেবিনের জন্য তাদের জমাকৃত টাকা ফেরত না দিয়ে এমনকি ফি বুঝে পেয়ে জমার কোন রশিদ ও দেয়া হয়নি ভুক্তভোগীদের।
ডাক্তারের এমন কর্মকান্ডে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীর স্বজনেরাসহ স্থানীয় সাধারণ মানুষ।