রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিনোদন | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে নববর্ষ ১৪২৬ উদযাপন।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে নববর্ষ ১৪২৬ উদযাপন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের নানা আয়োজনে বর্ণাঢ্য র্যালি, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের অংশগ্রহণে পালন করা হয় বর্ষবরণ উৎসব ১৪২৬।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খানম রেখা এর নের্তৃত্বে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বোরহানউদ্দিন পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা খোলা মঞ্চে এসে শেষ হয়।
র্যালিতে বিভন্ন স্কুল, কলেজের ছাত্র, ছাত্রীদের বাদ্য যন্ত্রের তালে পদযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মো: রফিকুল হক, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি জসিম হায়দার, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ এস.এম. গজনবী, মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার আহমদ উল্ল্যাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বশির উল্ল্যাহসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক. কর্মচারী, ছাত্র/ছাত্রীসহ পেশা শ্রেনীর মানুষ।