রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিনোদন | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও র্যালী।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও র্যালী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ভোলার লালমোহনে মঙ্গল শোভাযাত্রা ও র্যালী বের করা হয়েছে।
লালমোহ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা ও র্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বাংলার ঐতিহ্য গরুর গাড়ি, বর বধুসহ বিভিন্ন সাজে সেজেছে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
মঙ্গল শোভাযাত্রা ও র্যালীতে অংশগ্রহণ করেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গগণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।