বৃহস্পতিবার, ৯ জুলাই ২০১৫
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনের কুন্জের হাটের কতিথ জ্বীনের বাদশা হাসেম আটক
বোরহানউদ্দিনের কুন্জের হাটের কতিথ জ্বীনের বাদশা হাসেম আটক
বোরহান উদ্দিন সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকা থেকে ভন্ড জ্বীনের বাদশা হাসেমকে (২৪) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। আটককৃত হাসেম উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের মফিজল হাওলাদারের পুত্র। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি) (ওসি) হারুনা রশিদ জানান, হাসেম মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ভুয়া দরবার শরীফের নাম ও হুজুরের পরিচয় দিয়ে টেলিভিশন, দৈনিক, সাপ্তাীক পত্র-পক্রিায় বিজ্ঞাপন দিয়ে দেশ-বিদেশের সাধারণ মানুষের কাছ থেকে নগত অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।