বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা ও চরফ্যাশনে বিশ্ব পানি দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
ভোলা ও চরফ্যাশনে বিশ্ব পানি দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ‘পানি সবার অধিকার,বাদ রবে না কেউ আর’ স্লোগানকে সামনে রেখে ভোলায় বনার্ঢ্য র্যালি ও অলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি পরবর্তী জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পানি উন্নয়নবোর্ড ভোলা- ১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো: সেলিম রেজা, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, দুলাল চন্দ্র ঘোষ, জেলা জলবায়ু ফোরাম এর সভাপতি নুরুল ইসলাম, ব্রাক এর প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পানিই সমগ্র পৃথিবীকে বাচিঁয়ে রেখেছে। মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি। আমরা পানির অপচয় করবো না এবং পানির ভিতরে ময়লা আবর্জনা ফেলবো না। আজকে যে পানি আমরা ব্যবহার করছি, সেই পানি যেন সমভাবে আমাদের ভবিষ্যৎ প্রজম্ম ব্যবহার করতে পারে সেদিকে সকলে লক্ষ্য রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি পানির জন্য ডেল্টা প্ল্যান করেছেন। তার প্ল্যান অনুসারেই আমাদের সবার চলতে আহবান জানান।
এদিকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ‘পানির জন্য প্রকৃতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলার চরফ্যাসন উপজেলা প্রশাসন, কোস্ট ট্রাস্ট ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি শহরের সদর রোড প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, পানির নিরাপদ সংকট নিরসনে প্রকৃতি নির্ভর পানি ব্যবস্হাপনায় গুরুত্ব দিতে হবে। ভূগর্ভস্হের পানি অপব্যবহারের ফলে পানির স্তর নেমে একসময় নিরাপদ টিউবওয়েলের পানি সংকট হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন বলেন, পানিই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। পানি ছাড়া প্রকৃতি জীবন ও সভ্যতা অচল। পানিকে দেশের সম্পদ হিসেবে মনে করতে হবে। তিনি মনে করেন, পানি ব্যবস্হাপনায় দেশে আরো উন্নত টেকসই প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন।
এসময় উপস্হিত ছিলেন- পানি উন্নয়ন ডিবিশন-২ উপ সহকারি প্রকৌশলী শাহে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, চরফ্যাসন কোস্ট ট্রাস্টের প্রধান শাখা ব্যবস্হাপক রাসিদা বেগম, জনস্বাস্হ্য প্রকৌশলী কামাল হোসেন, জেলা জলবায়ু ফোরামের নির্বহি সদস্য আবু সিদ্দিক, সাংবাদিক কামরুল সিকদার ও রেডিও মেঘনার সংবাদকর্মীরা।