বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইউপি চেয়ারম্যান’র শপথ গ্রহণ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ইউপি চেয়ারম্যান’র শপথ গ্রহণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা জেলার সদর উপজেলাধীন ১নং রাজাপুর ইউনিয়নের পুন: নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খাঁন এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক তার কক্ষে এই শপথ পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহমুদুর রহমান, সহকারী কমিশনার ভুমি কাওসার আহমেদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।
শপথ গ্রহণ শেষে রাজাপুর ইউনিয়ন কে মাদক, বাল্যবিবাহ ও চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আলহাজ্ব মিজানুর রহমান খাঁন।
এ সময় রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজাপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডে গত ২৮শে ফেব্রুয়ারি ২০১৯ পুন: নির্বাচনে নৌকা প্রতিকে তিনি বিজয়ী হয়।