বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা : সাংবাদিক কন্যা মোহনার প্রথম স্থান অর্জন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা : সাংবাদিক কন্যা মোহনার প্রথম স্থান অর্জন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে “সততা সংঘের” আয়োজনে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘লালমোহন বিডিনিউজ ডটকম’ এর বার্তা সম্পাদক সাংবাদিক সালাম সেন্টুর কন্যা সানজিদা আক্তার মোহনা।
গত ১০ এপ্রিল বুধবার উপজেলার আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা লিখে জমা প্রদান করে প্রতিযোগিরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার মোহনা প্রথম, অষ্টম শ্রেণীর মুন্নি দ্বিতীয় ও সপ্তম শ্রেণীর মৃদুল তৃতীয় স্থান অধিকার করে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছবির হাওলাদার।
এসময় সততা সংঘের কর্মকতাগণসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।