বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা ও পড়াশুনার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন ভোলা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এলজিএসপি -৩ প্রকল্পের অর্থায়নে উপজেলার ৮টি ইউনিয়নের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ৯৬টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন,অর্থের অভাবে কোন শিক্ষার্থীর লেখাপড়ার প্রতিবন্ধকতা হলে তিনি তা দেখবেন।
এ সময় তিনি শিক্ষা যেন শিক্ষার্থীদের জন্য বোঝা না হয় সে দিকে খেয়াল রাখার জন্য শিক্ষকদের অনুরোধ করেন। সাচড়া ২নং ওয়ার্ডের বশির উল্যাহ জেলে শিক্ষার্থী ইয়ামিন জানান, হাটতে অনেক কষ্ট লাগে। এখন আর হেটে মাদরাসায় আসতে হবে না, সাইকেল পেয়ে আনন্দ লাগছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো: রফিকুল হক, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান ও (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।