বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » সাংসদ মুকুল’র নেতৃত্বে বোরহানউদ্দিনে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
সাংসদ মুকুল’র নেতৃত্বে বোরহানউদ্দিনে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলের নেতৃত্বে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালীটি উপজেলা সড়কে তার বাসভবনের সামনে থেকে বের হয়ে পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুকুল বলেন, যারা মাদক বেচা-কেনার সাথে জড়িত তারা দেশ ও জাতির শত্রু ।
তিনি আরও বলেন, বোরহানউদ্দিনকে মাদকমুক্ত করাই হবে আমার একমাত্র কাজ।তিনি এ ব্যাপারে প্রশাসনকে জিরো টলারেন্সনীতি গ্রহণের নির্দেশ দেন। যারা মাদক সেবীদের সুপারিশ করবে তাদেরকে ও আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করেন।
এ সময় তিনি উপস্থিত জনতাকে শপথ গ্রহণ করান। প্রশাসনকে তথ্য দিয়ে মাদক বিকিকিনি ও সেবনকারীদেরকে গ্রেফতার করতে সহযোগীতা করার আহবানও জানান মুকুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খানম রেখা, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।