বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া, জঙ্গী ও মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে ‘মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে’ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়।
সভার সভাপতিত্ব করেন ,মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার ,থানার বিভিন্ন পর্যায়ের অফিসার ,শিক্ষক ও শিক্ষিকা, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসহ ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।