বুধবার, ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিন”ভূমি সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে র্যালি ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিন”ভূমি সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে র্যালি ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯” উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সাচড়া ইউনিয়ন ভূমি উপঃ সহকারী অফিসার শহীদ হোসেন তালুকদারের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে ভূমি অফিসের সামনে থেকে মূল সড়ক হয়ে স্থানীয় দরুন বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ভুমি অফিসের সামনে এসে শেষ হয় ৷
এসময়,অফিস সহায়ক হাসেম কাজী, জসিম উদ্দিন মৃধা, বাবলু মৃধা, রিপন মৃধা, কালাম খাঁন, জাকির হোসেনসহ স্থানীয় গণমান্য ও সাধারণ ব্যক্তিগণ র্যালিতে অংশগ্রহণ করেন ৷
পরে, সংক্ষিপ্ত এক আলোচনা সভায় ভূমি উপঃ সহকারী অফিসার শহীদ হোসেন তালুকদার “ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা উন্নয়ন ও জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন ৷