মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ইয়াবা বিক্রির অভিযোগে মোস্তাক শাহিন গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
ইয়াবা বিক্রির অভিযোগে মোস্তাক শাহিন গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় ইয়াবা বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীনকে গ্রেফতার করছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯টায় ৮ নং পৌর এলাকার ওসমানিয়া জামে মসজিদের পূর্ব পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিন দুপুরে এক প্রেসব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহামুদ সাংবাদিকদের জানান, অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখার টিম ওসি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে গিয়ে মোস্তাক শাহীনকে ইয়াবা বিক্রিকালে গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে আদালত জেল হাজতে পাঠায়।