মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » পটুয়াখালীতে পুনর্বাসিত ভিক্ষুকদের সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
পটুয়াখালীতে পুনর্বাসিত ভিক্ষুকদের সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক পুনর্বাসিত ভিক্ষুকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটে বরগুনা ও পটুয়াখালী অঞ্চলে ঢাকা আহ্ছানিয়া মিশনের ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) কর্তৃক আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশনের প্রেসিডেন্ট ও ডাম ফাউন্ডেশন (ডিএফইডি)-এর চেয়ারপার্সন কাজী রফিকুল আলম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী হাসান মো. কামরুজ্জামান এবং ডিএফইডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আসাদুজ্জামান। এছাড়া ডিএফইডির জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে ১৪৬ জন পুনর্বাসিত ভিক্ষুক উপস্থিত হয়ে তাদের অতীতের দুঃখকষ্টের স্মৃতিচারণ করেন। পুনর্বাসিত ভিক্ষুকগণ ঢাকা আহ্ছানিয়া মিশন থেকে অনুদান গ্রহণ করে ছাগল পালন, হাঁস-মুরগি পালন, চা-বিস্কুটের দোকান, পিঠার দোকান তথা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে আয়বর্ধকমূলক কাজে নিয়োজিত হয়ে বর্তমানে কর্মময় জীবনযাপন করছেন। এখন তারা সবাই মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী।
উল্লেখ্য, ১৪৬ জন পুনর্বাসিত ভিক্ষুকের মধ্যে ৩০.৪০ লাখ টাকা ঢাকা আহ্ছানিয়া মিশনের নিজস্ব তহবিল হতে পুনর্বাসন প্রকল্পে অনুদান হিসাবে ব্যয় করা হয়।