মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » মঠবাড়িয়ায় খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
মঠবাড়িয়ায় খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় হারজী গ্রামের খাল থেকে রাজু সিকদার (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর ৮ এপ্রিল (সোমবার) রাতে তার লাশ উদ্ধার করা হয়। রাজু উপজেলার বড় হারজী গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল (রোববার) রাতে মাহফিলে যাওয়ার কথা বলে রাজু সিকদার বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সন্ধ্যায় বড় হারজী গ্রামের খালে রাজু সিকদারের লাশ ভাসতে দেখে লোকজন থানা-পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আবদুল্লাহ বলেন, আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রাজু সিকদারের লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজু মাদকাসক্ত ছিলেন বলে তিনি দাবি করেন।