রবিবার, ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » গণপূর্তমন্ত্রীর পিতার মৃত্যু: বিভিন্ন মহলের শোক।। লালমোহন বিডিনিউজ
গণপূর্তমন্ত্রীর পিতার মৃত্যু: বিভিন্ন মহলের শোক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেক শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ঢকা দক্ষিণের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখ রবিবার (৭ এপ্রিল) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
সকাল ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের মন্ত্রী শ ম রেজাউল করিমের সরকারি বাসভবনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে পিরোজপুরের নাজিরপুর গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে।
এক শোক বার্তায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মো. আব্দুল খালেকের মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শোক বার্তায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মরহুম আব্দুল খালেক শেখের বিদেহি আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার প্রমুখ আব্দুল খালেক শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।