শনিবার, ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ভুয়া তথ্য দিয়ে মুদি ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ভুয়া তথ্য দিয়ে মুদি ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : ভোলার বোরহানউদ্দিনে মাদক বিক্রি ও সেবনের ভুয়া তথ্য দিয়ে নাজিম উদ্দিন নামের এক মুদি ব্যবসায়ীকে হয়রানি ও ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
৩ এপ্রিল (বুধবার) রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দালাল বাজারের মুদি ব্যবসায়ী নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে সুনামের সহিত মুদি ব্যবসা করে আসছে। একটি চক্র তাকে ফাঁসানোর জন্য তার দোকানে মাদক আছে এমন তথ্য দিয়ে পুলিশকে খবর দিলে ৩ এপ্রিল রাত অনুমান ১টার দিকে পুলিশ এসে তার দোকান তল্লাশি করে। কিন্তু কোন মাদক জাতীয় দ্রব্য দোকানে না পেয়ে তথ্য দাতাকে ফোনে রাগারাগি করে চলে যায় পুলিশ।
ব্যবসায়ী নাজিম জানান, কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাকিরের সাথে আমার পূর্ব শত্রুতা রয়েছে। এর আগে থেকে সে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। জাকির নিজেই মাদকের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে অসামাজিক কাজে লিপ্ত থাকে। তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ফাসানোর চেষ্টা করে। আমি তার এসব হয়রানির বিচার দাবি করছি।