শনিবার, ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে অবৈধ বিহুন্দি জাল আটক।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে অবৈধ বিহুন্দি জাল আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকার দিদার মাঝি ও সুলিজ মাছঘাট এলাকায় মেঘনা নদীতে ৩ টি বিহুন্দি জাল, ৩ হাজার মিটার সুতার জাল ও ২ হাজার মিটার চরঘেরা জাল আটক করেছে তজুমদ্দিন কোস্ট গার্ড।
এসময় হাকিমুদ্দিনের নৌ পুলিশ তাদেরকে সহযোগীতা করেন।
৫ এপ্রিল (শুক্রবার) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালায় তজুমদ্দিন কোস্ট গার্ডের পেডি অফিসার মোঃ মোনায়েম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
অভিযান চলার সময় বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক সহ সঙ্গীয় ফোর্স তাদের সাথে সংযুক্ত হয়। আটক কৃত জাল তজুমদ্দিন সুলিজ ঘাটে নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। অন্যদিকে ভোলার তেতুলিয়া নদীতে ১৫ কেজি জাটকাসহ ২০ জেলেকে আটক করেছে ভোলার কোস্ট গার্ড। জাটকা গরীরদের মাঝে বিতরণ করা হয়। আটক ২০ জেলেকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন।
১৫ জনকে ১ বছর করে জেল ও ৫ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভোলা কোস্ট গার্ডের অপারেশন অফিসার ল্যফট্যান্যন্ট কমান্ডার নাজিউর রহমান জানান, অবৈধ কারেন্ট জাল ,বেহুন্দি জালসহ জলদস্যু দের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।