
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » গণফোরামের মোকাব্বিরের শপথ গ্রহণ।। লালমোহন বিডিনিউজ
গণফোরামের মোকাব্বিরের শপথ গ্রহণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সংসদ সদস্য হিসেবে এবার শপথ নিলেন গণফোরামের মোকাব্বির খান। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।
মোকাব্বির খান জানান, শপথ নিতে ড. কামাল হোসেন তাঁকে ‘সবুজসংকেত’ দিয়েছেন। তিনি আরো বলেন, ‘পাশাপাশি আমার সংসদীয় আসনের জনগণও আমাকে শপথ নেওয়ার অনুরোধ জানিয়েছে।’
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, সংসদ সদস্য আবদুল লতিফ, সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে মোকাব্বির খান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।