
রবিবার, ৩১ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন সকাল-দুপুর ১৪শতাংশ ভোট: ছবিতে ভোটের চিত্র।। লালমোহন বিডিনিউজ
লালমোহন সকাল-দুপুর ১৪শতাংশ ভোট: ছবিতে ভোটের চিত্র।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিবেদক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণে লালমোহন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সকাল থেকে দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১১টি কেন্দ্রের ২৯১১৫ ভোটারের মধ্যে ৪০৪০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাপ্ত ভোট প্রায় ১৪শতাংশ।
কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি না থাকায় একটু আয়েশে ঘুমিয়ে নিচ্ছেন পুলিং অফিসার।
এদিকে সকাল থেকে ভোটারের পর্যাপ্ত উপস্থিতি না থাকলেও বিকেলে ভোটারের উপস্থিতি বাড়তে পারে বলে আশাবাদ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।