
শনিবার, ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৯০দিনেও শেষ হয়নি ব্যবসায়ীদের ভোগান্তি।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৯০দিনেও শেষ হয়নি ব্যবসায়ীদের ভোগান্তি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পৌরসভা কর্তৃক পয়নিস্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার নামে দীর্ঘ ৯০দিন যাবত ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাটি খুঁড়ে রাখায় চরম ভোগান্তি পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দোকানের সামনের মাটি কেটে রাখার ফলে খদ্দের পাচ্ছেন না ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত তিন মাস পূর্বে লালমোহন পৌর ৮নং ওয়ার্ড এলাকার ডাক বাংলোর সামনের রাস্তার উত্তর পাশের্^ পয়নিস্কাশনের জন্য ড্রেন তৈরীর কাজ শুরু করেন ঠিকাদার মাজেদ পাটোয়ারী। কাজের শুরুতেই তিনি ছক অনুযায়ী মাটি না খুঁড়ে অনত্র মাটি কেটে ফেলেন। ফলে ছক অনুযায়ী নির্ধারিত স্থানে ড্রেনেজ কাজ করতে বলেন পৌর কতৃপক্ষ। সুযোগ বুঝে দীর্ঘ ৯০দিন কাজ বন্ধ রেখে ব্যবসায়ীদের ভোগান্তিতে ফেলেন ঠিকাদার মাজেদ পাটোয়ারী। তাই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রায় ৫হাত প্রস্থের গর্ত পড়ে থাকে তিনমাস।
ব্যবসায়ীদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা স্থগিত করা হলেও খাঁদা মাঠি দিয়ে ভরাট করা হয়নি। ফলে দোকানে খদ্দের আসতে পারছে না। আমাদের ব্যবসা এখন বন্ধের উপক্রম।
এদিকে শনিবার পুনরায় কাজ শুরু করেন ঠিকাদার। এবার পূর্বে মাটি খুঁড়ে তৈরী করে রাখা গর্তের পাশ দিয়েই মাটি কেটে প্রায় ১০হাত প্রস্থের গর্ত তৈরী করা হয়। দোকানীদের যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করেই এত বড় মাপের গর্ত তৈরীর করার ফলে পুরোপুরি বন্ধ হওয়ার পথে ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষোভ প্রকাশ করে একাধিক ব্যবসায়ী বলেন, মাটি খোঁড়ার পূর্বে ব্যবসায়ীদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা না করেই কেন কাজ শুরু করা হলো? দীর্ঘ তিনমাস ব্যবসায়ীদের এমন ভোগান্তি দেখেও কেন ঠিকাদারের উপর ব্যবস্থা নেয়নি পৌর কতৃপক্ষ??
এ ব্যাপারে পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, বিষয়টি আমি অবগত রয়েছি। দ্রুত কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে বলা হয়েছে।