বৃহস্পতিবার, ৯ জুলাই ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » বাড়ি ফিরলেন নায়করাজ রাজ্জাক শারীরিক অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত
বাড়ি ফিরলেন নায়করাজ রাজ্জাক শারীরিক অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত
লালমোহন বিডিনিউজ,সোহেল ঢাকা : বাংলাদেশের চলচিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক নিজ গৃহে ফিরেছেন । শারীরিক অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত এবং চিকিৎসকের অনুমতি নিয়েই আজ বুধবার হাসপাতাল থেকে রাজ্জাক বাসায় ফিরলেন বলে জানিয়েছেন এই অভিনেতার ছোট ছেলে সম্রাট।
শ্বাসকষ্টজনিত কারণে গত ২৬ জুন রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে সেখানকার আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থা অনেকটাই ভালো হওয়ায় হাসপাতালে ভর্তির ১২ দিন পর রাজ্জাক গুলশানের বাসা লক্ষীকুঞ্জে ফিরলেন রাজ্জাক।