শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » দুর্নীতিবাজরা বিএনপি ও জামায়াতের চেয়ে ভয়ঙ্কর-নাসিম।। লালমোহন বিডিনিউজ
দুর্নীতিবাজরা বিএনপি ও জামায়াতের চেয়ে ভয়ঙ্কর-নাসিম।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যেসব কর্মকর্তা ঘুষ খেয়ে অবৈধভাবে ভবন নির্মাণের অনুমোদন দেয়, তারা বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার (২৯মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে।
দুর্নীতিবাজদের বিএনপি ও জামায়াতের চেয়ে ভয়ঙ্কর জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আজকে যারা এই দুর্নীতি করে এসব বিল্ডিংয়ের অনুমোদন দিয়েছে এরা ওদের চেয়ে ভয়ঙ্কর। আজকে নিমতলী ঘটনার পরে যারা প্রধানমন্ত্রীর নির্দেশ পর্যন্ত বাস্তবায়ন করে নাই, এরা তার চাইতে ভয়ঙ্কর।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে।’ নিয়ম না মেনে যারা সংশ্লিষ্ট ভবনের অনুমোদন দিয়েছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মোহাম্মদ নাসিম।
এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা না মেনে যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ভবন নির্মাণে যথাযথ নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান জানান তিনি।