শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » অপকর্ম আড়াল করতে সরকার বাকশালের আওয়াজ তুলছে-ফখরুল।। লালমোহন বিডিনিউজ
অপকর্ম আড়াল করতে সরকার বাকশালের আওয়াজ তুলছে-ফখরুল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম আর ব্যর্থতা আড়াল করতে সরকার বাকশালের আওয়াজ তুলছে। তিনি বলেন, ‘একদলীয় শাসন প্রতিষ্ঠার স্বপ্ন সফল হবে না।’
শুক্রবার (২৯মার্চ) জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস ও বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
ফখরুল দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাগারে আটক রাখা হয়েছে দলীয় প্রধানকে। দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্র ফিরিয়ে আনা এক সুত্রে গাঁথা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই আওয়ামী লীগের নেতারা যারা কনভিক্টেড তারাও বাইরে রয়েছে। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। প্রতিদিন তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন তাঁর স্বাস্থ্যের জন্য।’
ফখরুল আরো বলেন,‘কোনো মহৎ উদ্দেশ্যে নয়, নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল।’
তিনি আরো বলেন, ‘আবারো একই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে বর্তমান সরকার।’
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘যখন নির্বাচন কমিশনই বলছে যে নির্বাচন ঠিক হচ্ছে না তখনই বলা হচ্ছে বাকশাল খুব ভাল একটা ব্যবস্থা ছিল।’
জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই সরকার আবারো গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি