বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত ১।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত ১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মোঃ জুয়েল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় থানা সড়কের টাউন স্কুল সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল পূর্ব মাদ্রাজ ৭নং ওয়ার্ডের মাঝি বাড়ির বাসিন্দা আব্দুল হাসেমের ছেলে।
সে চরফ্যাসন থানা মসজিদ সংলগ্ন ইউ এস ফটো কপি’র সত্বাধিকারি।
ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যসূত্রে জানা যায়, নিহত জুয়েল বিকেল ৪টার দিকে উপজেলা সদর থেকে ফলমুল কিনে মোটর সাইকেল চালিয়ে বাড়ির উদ্যেশ্যে দ্রুতগতিতে যাওয়ার পথে চরফ্যাসন থানা সড়কের টাউন স্কুল সংলগ্ন মোড়ে অন্য একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসিরা জানান।
বিকেল ৫টায় চরফ্যাশন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ ইমরান ঘটনাস্থল থেকে জুয়েল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হিলারি ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার এস আই নুর ইসলাম বলেন, নিহতের পরিবার মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।