বুধবার, ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটে বোরহানউদ্দিন উপজেলা চত্বর শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আ’লীগ, পৌরসভা, বোরহানউদ্দিন থানা পুলিশ, সরকারী আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ প্রমূখসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,
,উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকী, , থানা অফিসার ইন-চার্জ অসীম কুমার সিকদার ও মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ প্রমূখ।
সকাল ৮টায় বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন, বিভিন্ন প্রকার মনোঙ্গ ডিসপ্লে প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকী, , থানা অফিসার ইন-চার্জ অসীম কুমার সিকদার ও মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ প্রমূখ সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ। এছাড়া দিনটি যথাযথ ভাবে পালন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।