মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার শোভাযাত্রা করবে বিএনপি।। লালমোহন বিডিনিঊজ
স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার শোভাযাত্রা করবে বিএনপি।। লালমোহন বিডিনিঊজ
লালমোহন বিডিনিঊজ, ঢাকা : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বুধবার শোভাযাত্রা করবে বিএনপি। বুধবার বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে।
দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে শোভাযাত্রা। এরপর শান্তিনগর মোড় থেকে যতদূর যেতে দেয় যাবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৭ মার্চ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কর্মসূচি ঘোষণা করেন।
সেদিন বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা করব ২৭শে মার্চ। তবে শোভাযাত্রার অনুমতি এখনও পাইনি। অনুমতি পেলে সময় জানানো হবে।’
এ শোভাযাত্রার সময় জানানো হলো মঙ্গলবার ২৬ মার্চ।