শিরোনাম:
●   লালমোহনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনের অন্তঃসত্ত্বা মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় বাবা মা।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে হাফিজ উদ্দিন সার্কেল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহন আসছেন আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে হাফিজ উদ্দিন সার্কেল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ ●   দুষ্কৃতকারীরা বিএনপিতে ঢুকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে-মেজর হাফিজ।।লালমোহন বিডিনিউজ ●   মা ইলিশ সংরক্ষণ অভিযানে লালমোহনে রেকর্ড সাফল্য।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোর করে বাগান বাড়ি দখলের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

Lalmohan BD News
মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জাতির জনকের কথা মনে করে কাঁদলেন মাহবুব তালুকদার।। লালমোহন বিডিনিউজ
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জাতির জনকের কথা মনে করে কাঁদলেন মাহবুব তালুকদার।। লালমোহন বিডিনিউজ
৫৮৭ বার পঠিত
মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতির জনকের কথা মনে করে কাঁদলেন মাহবুব তালুকদার।। লালমোহন বিডিনিউজ

লালমোহন বিডিনিউজ, ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনে করে কেঁদেছেন নির্বাচন নিয়ে নানা ধরনের কথা বলা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
কমিশন বৈঠকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়ে খবরের শিরোনাম হওয়া এ কমিশনার বলেছেন, আজ আমার বারবার কার কথা মনে পড়ছে- আপনারা জানেন? আমার মনে পড়ছে বঙ্গবন্ধুর কথা। আমার পরম সৌভাগ্য যে, বঙ্গবন্ধুর সঙ্গে সরকারিভাবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। অনেক স্মৃতি। আজ মাত্র দুটি বলব।
মঙ্গলবার ২৬ মার্চ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এভাবেই শুরু করেন। এ সময় তিনি কেঁদে ফেলেন।
মাহবুব তালুকদার বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিনই তিনি আমায় ডেকে বলেন, মাহবুব তুমি আমার সঙ্গে থাকবা। আমাকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিবের দায়িত্ব দেয়া হয়। পদবি বড় কথা নয়, দায়িত্ব অর্পিত হওয়ার পর স্বভাবতই আমি খুব খুশি হই। আমার দায়িত্ব পড়ে বঙ্গবন্ধুর আত্মজীবনীর ডিকটেশন নেয়ার। সিদ্ধান্ত হয় দুপুরে খাওয়ার পর বঙ্গবন্ধুর বিশ্রামের সময়টুকুতে আমি তার রুমে ঢুকে যাব। তিনি আমাকে বলেন, যদি কোনো অজুহাতে ডিকটেশন দেয়ার জন্য তিনি সময় না দিতে পারেন, তাহলে আমি যেন জোর করে ডিকটেশন নিই।’
‘সেইমতে, আমি পরপর তিনদিন বঙ্গবন্ধুর আত্মজীবনীর ডিকটেশন নিই। তার ডিকটেশন রেকর্ডও করি। চতুর্থ দিন এসে বঙ্গবন্ধু বেঁকে বসেন। বলেন, তোমার জন্য তো আমি বিশ্রামটুকুও নিতে পারছি না। আমি তাকে বলি, আইয়ুবের শাসন, আপনার ছয় দফা, পাকিস্তানের জেলে বন্দির দিনগুলো, আগরতলা ষড়যন্ত্র মামলা- এরকম গুরুত্বপূর্ণ সব অধ্যায়ের বিষয়গুলো নিয়ে তো আপনাকে ডিকটেশন দিতে হবে। আপনার বিশ্রামের সময় আপনাকে বিরক্ত করা আমারও ভালো লাগে না। তাই আপনি আমাকে অন্য একটা সময় বের করে দিন।’
‘বঙ্গবন্ধু বলেন- আমি সমস্ত কাজ গুছিয়ে আনছি, পরিবারের বিয়ে-শাদি শেষ করে দিয়েছি। সামনেই ডিকটেশন নেয়ার সময় বের করে দেব। কোনো কিছুই আটকে থাকবে না। এরপরেই সেই ঘৃণ্য আগস্ট’,- বলেন মাহবুব তালুকদার।
তিনি বলেন, দ্বিতীয় ঘটনাটি ১৯৭৫ সালের এপ্রিল মাসের। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান যেদিন মারা যান। সেদিন আমি ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে সারাদিন ছিলাম। চল্লিশার দিনে ঠিক হয় বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া যাবেন। সঙ্গে মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর প্রধান ও সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন। গাজী জাহাজে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু হয়। আমার জাহাজ ভ্রমণের অভিজ্ঞতা না থাকায়, কাপড়-চোপড় সঙ্গে নেয়ার কথা মনে হয়নি। রাতে জাহাজ ছাড়লে দেখি, আমার শোবার কোনো জায়গা নাই। একপাশে একটি খালি সোফা পেয়ে শুয়ে পড়ি। পাশেই তখনকার এডিসি রাব্বানি সাহেব ছিলেন। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি, রাব্বানি জেগে আছেন। আমার মাথার নিচে বালিশ। আমি অবাক হয়ে রাব্বানিকে জিজ্ঞেস করি, এই বালিশ আমার মাথার নিচে কে দিলেন? রাব্বানি বলেন-রাতে বঙ্গবন্ধু রাউন্ডে এসেছিলেন। তিনি দেখেন আপনি মাথার নিচে হাত দিয়ে সোফায় শুয়ে আছেন। বঙ্গবন্ধু তার রুমে গিয়ে বালিশ নিয়ে এসে আপনার মাথার নিচে রেখে গেছেন।’
এ স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহবুব তালুকদার। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলতে থাকেন- ‘আমি জানতাম বঙ্গবন্ধুর দুটি বালিশ ছাড়া ঘুম হয় না। তখন আমি বালিশ ফিরিয়ে দিতে বঙ্গবন্ধুর রুমের দিকে যাওয়ার কথা বলি। রাব্বানি জানান, গিয়ে লাভ নেই। বঙ্গবন্ধু দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছেন।’
মাহবুব তালুকদার বলেন, ভোর পাঁচটা। জাহাজ চলছে। সুনসান নীরবতা চারদিকে। জাহাজের সামনের দিকে এগিয়ে দেখি, একটি ইজি চেয়ারে বসে বঙ্গবন্ধু কবিতা আবৃত্তি করছেন। ‘নম নম নম, সুন্দরী মম জননী বঙ্গভূমি/গঙ্গার তীর, স্নিগ্ধ-সমীর, জীবন জুড়ালে তুমি’। আর কবিতা আবৃত্তির সঙ্গে সঙ্গে তিনি পা দুলাচ্ছেন।
বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণার এ পর্যায়ে পুরো মিলনায়তনে পিনপতন নীরবতার মাঝেই তিনি বলতে থাকেন, আবৃত্তি শেষে আমাকে খেয়াল করেন বঙ্গবন্ধু। বলেন, মাহবুব, রাতে ভালো ঘুম হয়েছে তো? আমি বললাম- না। কেন? আমি তো তোমার মাথার নিচে বালিশ দিয়ে আসলাম। উত্তরে বঙ্গবন্ধুকে বলি, আপনি আমার মাথার নিচে বালিশ দিয়ে এলেন। আপনিই বলুন, আপিন কারও মাথার নিচে বালিশ দিয়ে এলে তার পক্ষে কি আর ঘুমানো সম্ভব!
এরপর আর কোনো কথা বলতে পারছিলেন না মাহবুব তালুকদার। অস্পুষ্ট স্বরে কেবল ধন্যবাদ দিয়ে নিজের আসনের দিকে চলে যান তিনি। মাঝে বক্তব্য দেয়ার সময় অশ্রুসজল চোখ মুছতেও দেখা যায় তাকে।

---



এ পাতার আরও খবর

রাজধানীতে “পোয়েট্রি ফর পেলেস্টাইন কনফারেন্স” অনুষ্ঠিত রাজধানীতে “পোয়েট্রি ফর পেলেস্টাইন কনফারেন্স” অনুষ্ঠিত
অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয়ে।।লালমোহন বিডিনিউজ অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয়ে।।লালমোহন বিডিনিউজ
মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।।লালমোহন বিডিনিউজ মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।।লালমোহন বিডিনিউজ
আ:লীগ নেতা আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে মিলল ৫ কোটি টাকা।।লালমোহন বিডিনিউজ আ:লীগ নেতা আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে মিলল ৫ কোটি টাকা।।লালমোহন বিডিনিউজ
ভোলাসহ ১৮ জেলায় ৭০ জন নিহত।।লালমোহন বিডিনিউজ ভোলাসহ ১৮ জেলায় ৭০ জন নিহত।।লালমোহন বিডিনিউজ
সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ।।লালমোহন বিডিনিউজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ।।লালমোহন বিডিনিউজ
আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা।।লালমোহন বিডিনিউজ আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা।।লালমোহন বিডিনিউজ
সকলের সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু সানজিদা।। লালমোহন বিডিনিউজ সকলের সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু সানজিদা।। লালমোহন বিডিনিউজ
অকটেন লিটারে ৪ টাকা, পেট্রোল কমল ৩ টাকা।। লালমোহন বিডিনিউজ অকটেন লিটারে ৪ টাকা, পেট্রোল কমল ৩ টাকা।। লালমোহন বিডিনিউজ
রোজার শেষ দিকে উপজেলা নির্বাচনের তফসিল।।লালমোহন বিডিনিউজ রোজার শেষ দিকে উপজেলা নির্বাচনের তফসিল।।লালমোহন বিডিনিউজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)