সোমবার, ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষা উপকরণ বিতরণ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষা উপকরণ বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ২৫ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ২৫ মার্চ বিকেল ৩ ঘটিকায় উপজেলার ৯নং কুতুবা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, বোরহানউদ্দিন মহিলা কলেজের প্রভাষক এম. মনিরুজ্জামান, বোরহান উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিশির চন্দ্র দে, সাংবাদিক এইচ এম এরশাদ প্রমুখ।
উল্লেখ্য সংগঠনের সদস্যরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে এই সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তু্লে দেন।