সোমবার, ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিন উপজেলায় রাসেল ও মাহফুজা ভাইস চেয়ারম্যান নির্বাচিত।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিন উপজেলায় রাসেল ও মাহফুজা ভাইস চেয়ারম্যান নির্বাচিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,এইচ. এম. এরশাদ, বোরহানউদ্দিন : উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন আজ রোববার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ ৬৮ টি কেন্দ্রের মধ্যে সবগুলোর প্রাপ্ত ফলাফলের ভিক্তিতে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের মোঃ রাসেল আহমেদ এবং মহিলা ভাইস চেয়াবম্যান পদে প্রজাপতি প্রতীকের মাহফুজা ইয়াসমিন কে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন। প্রাপ্ত ভোটের সংখ্যা উড়োজাহাজ প্রতিকের প্রার্থী ( ৮২৬১) নিকটতম প্রতিদ্বন্দ্বি টিউবওয়েল (৬৮৮১)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা ইয়াসমিন পেয়েছে (৮৮৪৩)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিয়াজুল জান্নত শিরিন পেয়েছে ৪৬২৭। ইতিমধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বি তায় সাবেক উপজেলা আ’লীগ সভাপতি আবুল কালাম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য বোরহানউদ্দিন উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৫ শত ৫৮।