রবিবার, ২৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তালা প্রতীক প্রার্থী রিমনের পথসভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে তালা প্রতীক প্রার্থী রিমনের পথসভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মাকসুদুর রহমান পারভেজ : ভোলার লালমোহন উপজেলা আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ক্লিন ইমেজের উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও বর্তমানে যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান রিমনের পথসভা জনসভায় রুপান্তরিত হয়েছে।
২২ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার রায়চাঁদ বাজারে ইউনিয়ান যুবলীগের আয়োজনে এ পথসভার আয়োজন করা হয়। ইউনিয়ানের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মী ও সমর্থকরা সভাস্থলে উপস্থিত হয়ে জনসভায় পরিনত করে তারা সকলে তালা প্রতিকের শ্লোগানে রায়চাঁদ বাজার মূখরিত করে তোলেন। উক্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ দিদারুল ইসলাম অরুন,উপজেলা যুবলীগ সভাপতি কাউন্সিলর মোঃ ইমাম হোসেন হাওলাদার, শ্রমিক লীগের সভাপতি মোঃ জাকির হোসেন পঞ্চায়েত,কাউন্সিলর ও আ,লীগ নেতা মোঃ হেলাল উদ্দীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জাকির বিস্বাস,পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মোর্তুজা সজিব প্রমূখ এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ান যুবলীগ সভাপতি মোঃ মোসলেহ উদ্দীন লিটন, সাধারন সম্পাদক মোঃ সফিউল আলম প্রিন্স, সেচ্ছাসেবক লীগ ১ম যুগ্ন আহবায়ক মোঃ দ্বীন ইসলাম নয়ন পাটাওয়ারী, শ্রমিকলীগ সভাপতি মোঃ শাহাবুদ্দীন, সাধারন সম্পাদক আঃ হান্নান, ছাত্রলীগ আহবায়ক মোঃ নাহিদ জাকির,যুগ্ন আহবায়ক মোঃ সেলিম বাবুল,মোঃ সোয়াইব হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ান থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী রিমন নিজের কর্মদক্ষতায় ছাত্রলীগের সভাপতিত্ব, পরে যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সফলতার সহিত সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার ফলে ভোলা ৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের বারবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক ও ব্যক্তি জীবনে স্বচ্ছতাই তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচনকালে তৃণমূলের নেতাগণ বিপুল ভোটে জয়ী করেছিলেন। মাঠ পর্যায়ে সর্বদা সকলের বিপদাপদে পাশে থাকার ফলে তৃণমূল নেতাকর্মী আর উপজেলার তরুণ যুবকদের হৃদয়ে ঠাই করে নিয়েছেন তিনি। নির্বাচনে প্রার্থী হিসেবে তাদের রায় পেয়ে উপজেলার উন্নয়ন অগ্রগতির প্রতিশ্রুতি নিয়ে জনসেবায় মনস্থির করেন রিমন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে শোডাউন, মতবিনিময় সভা ও কুশল বিনিময় পথসভা করে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ তরুণ নেতা।
এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার জানিয়ে আবুল হাসান রিমন বলেন, জনগণ আমাকে ভোটে নির্বাচিত করলে প্রাণ প্রিয় নেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে এলাকা তথা এলাকার মানুষের ভাগ্যন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।