শনিবার, ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » সরকারের প্রচেষ্টায় ইলিশের উৎপাদন বেড়েছে : শিক্ষামন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
সরকারের প্রচেষ্টায় ইলিশের উৎপাদন বেড়েছে : শিক্ষামন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চাঁদপুর প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফলে ইলিশের উৎপাদন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে, একইসঙ্গে ইলিশ বাংলাদেশি পণ্য হিসেবে বিশ্বে স্বীকৃতি শনিবার ২৩ মার্চ দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের প্রভাব, মজুদ নিরুপণ ও জাটকা সংরক্ষণে গবেষণার অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন ডা. দীপু মনি।
দিপু মনি বলেন, কারেন্ট জালের উৎপাদন বন্ধ করতে কাজ করতে হবে। কারেন্ট জাল জেলেরা যেমনি ব্যবহার করবেন না, তেমনি কারেন্ট জাল উৎপাদন বন্ধেরও দাবি জানাই।
মন্ত্রী আরো বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে নদীগুলো দখলমুক্ত, দূষণ নাব্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, যারা জাটকা পরিবহন করছেন, পরিবহনের মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। কেউ যদি নিষিদ্ধ এ জাটকা পরিবহন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই জাটকা ধরা, পরিবহন ও বিপণন করতে দেওয়া হবে না। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রুইস উল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাঈদ মো. রাশেদুল হক, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।