শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ভিপি হিসেবে দায়িত্ব নিবেন নুর।। লালমোহন বিডিনিউজ
ভিপি হিসেবে দায়িত্ব নিবেন নুর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব নেবেন নুরুল হক নুর।
শুক্রবার ২২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন তিনি।
নুর বলেন, ‘কারচুপির ভোটের মধ্য দিয়েও যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি।’
সংবাদ সম্মেলনে ভিপি নুর বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নিয়ে জাতির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। কারচুপির ভোটের মধ্য দিয়েও যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি। শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।’ পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিও বহাল থাকবে বলে জানান নুর।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘আমরা ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
গত ১১ মার্চ ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে জয়ী হন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নুর। ওই প্যানেলের আখতার হোসেন জয়ী হন সমাজসেবা সম্পাদক পদে। তবে ডাকসুর ২৫টির মধ্যে ২৩টিতেই জয়ী হয় ছাত্রলীগ। জিএস পদে জয়ী হন ছাত্রলীগের গোলাম রাব্বানী এবং এজিএস পদে জয়ী হন ছাত্রলীগের সাদ্দাম হোসেইন।
ভোটের দিনই ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রলীগ ছাড়া অন্য সব প্যানেল। নুরুল হক নুরের প্যানেলও বর্জনের ঘোষণা দেয়। তবে ভোট বর্জন করলেও জয়ী হন নুরুল হক নুর।
আগামীকাল শনিবার ডাকসুর কার্যকরী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।