বুধবার, ৮ জুলাই ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভোলার দৌলতখানে মেঘনার ভাঙণ থেকে শহর রক্ষার চেষ্টা
ভোলার দৌলতখানে মেঘনার ভাঙণ থেকে শহর রক্ষার চেষ্টা
দৌলতখান সংবাদদাতা : দ্বীপ জেলা ভোলার মেঘনা তীর ঘেঁসে জেগে আছে দৌলতখান উপজেলা সদর। উপজেলার সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান হাটবাজার, সবই এখানে। উপজেলার এই গুরুত্বপূর্ন অংশের দিকে ক্রমেই ধেয়ে আসছে মেঘনা। চারিদিকে ভয়-আতংক বাড়ছে। শহর রক্ষায় উদ্যোগও কম নেওয়া হয়নি। ভবানীপুর থেকে সৈয়দপুর পর্যন্ত মেঘনার তীর ধরে বহুবার বাঁধ দেয়া হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। প্রতি বছর বর্ষায় এই এলাকার বহু মানুষ অন্যত্র চলে যাচ্ছে। সর্বশেষ বারে বাঁধের তীরে ফেলানো শহর রক্ষা ব্লক দেবে গেছে বহুলংশেই। তাই প্রাথমিক বিপযর্য় ঠেকাতে পৌরসভা উদ্যেগ নিয়েছে।