
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | যশোর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিদ্রোহী প্রার্থীর কর্মীদের আটক করায় থানা ঘেরাও করেছে জনতা।। লালমোহন বিডিনিউজ
বিদ্রোহী প্রার্থীর কর্মীদের আটক করায় থানা ঘেরাও করেছে জনতা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা থানা ঘেরাও করেছে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র ) জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স.ম. গোলাম মোস্তফা।
সাত কর্মী-সমর্থককে আটকের প্রতিবাদে শুক্রবার ২২ মার্চ সকালে তিনি লোকজন নিয়ে থানাও ঘেরাও করেন।
থানা ঘেরাও কর্মসূচিতে চেয়ারম্যান প্রার্থী ছাড়াও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপির চেয়ারম্যান আবু বকরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
আনারস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট স. ম. গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ কোনো কারণ ছাড়াই পারুলিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সখিপুর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি রায়হান, মনিরুল ইসলাম, আবুল কাশেম, রাজু আহম্মেদসহ ৭ জনকে আটক করেছে। পুলিশ অন্যায়ভাবে কারণ ছাড়াই ভোটের মাত্র দুদিন আগে নেতাকর্মীদের আটক করায় বিক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা থানা ঘেরাও করেছে। তাদের না ছাড়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এ ব্যাপারে জানতে দেবহাটা থানা পুলিশের ভারপা্রপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।