শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপির দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করেনা- ভোলায় তোফায়েল।। লালমোহন বিডিনিউজ
বিএনপির দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করেনা- ভোলায় তোফায়েল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করেনা। কর্মীরা নেতাকে বিশ্বাস করে না। এক নেতা আর এক নেতাকে বিশ্বাস করে না। অথচ আমাদের দল বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রীর নেতৃত্বে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ। তিনি আলো বলেন, ইদানিং বিএনপির অনেকে দল ত্যাগ করে চলে যাচ্ছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দুনীর্তি মামলায় আসামী। তার পরিবর্তে আর একজনকে করেছে তিনি থাকেন বিদেশে। খুন মামলায় যার যাবজ্জীবন সাজা হয়েছে। একজন খনিকে দলের ভারপ্রাপ্ত প্রধান করে। মানুষকি এতো বোকা। তিনি লন্ডনে বসে নমিনেশন কেনা বেচা করে। ডাক দেয়।
শুক্রবার ২২ মার্চ দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায়র সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের আওয়মী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্যরা।
এদিকে মতবিনিময় সভায় ২ ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ নেতাকর্মী অংশ নেয়।
উল্লেখ্য, গত বুধবার থেকে ভোলা আওয়মী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ৫ দিন ব্যাপী মতবিনিময় সভা শুরু হয়।