বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে- ভোলায় তোফায়েল।। লালমোহন বিডিনিউজ
বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে- ভোলায় তোফায়েল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় আওয়মী লীগের বিভিন্ন ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ৫ দিন ব্যাপী মতবিনিময় সভায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার ২১ মার্চ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা সদর উপজেলার শিবপুর ও আলী নগর ইউনিয়নের আওয়মী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার উদ্বোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ ।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ৫ বছরে বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে মুসলিম লীগ ভাষান ন্যাপ এবং বিলুপ্ত প্রাপ্ত অন্যান্য দলের মতো বিলীন হয়ে যাবে। আজ তারা ষড়যন্ত্র করছে দেশে বিদেশে। কিন্তু ষড়যন্ত্র করে কোন লাভ নেই। প্রধানমন্ত্রীর শাসন আমলে যে উন্নয়ন হয়েছে। গ্রামকে শহর করেছে।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় শিবপুর ও আলীনগর ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ নেতাকর্মী অংশ নেয়।