মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সাকা চৌধুরীর পক্ষে যুক্তিতর্কের আজ শেষ দিন
সাকা চৌধুরীর পক্ষে যুক্তিতর্কের আজ শেষ দিন
লালমোহন বিডিনিউজ, সোহেল ঢাকা : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) পক্ষে যুক্তিতর্ক আজ মঙ্গলবারের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
আদালতে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী এসএম শাহজাহান।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।