বুধবার, ২০ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে জাতীয় শিক্ষা সপ্তাহ-১৯ পালিত।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে জাতীয় শিক্ষা সপ্তাহ-১৯ পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে।
তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার ২০ মার্চ সকাল ১০টায় দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস।
পরে ইউএনও’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তজুমদ্দিন সরকারী কলেজের অধ্যক্ষ উত্তম কুমার দে, চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. কামাল মাহমুদ, চাপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. হাবিবুর রহমান হারুণ, ফজিলতুননেছা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার দাস, শিক্ষা অফিসের হিসাব রক্ষক তপন কুমার সরকার, প্রভাষক মিলি বশাক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল হাসান। পরে শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।