শিরোনাম:
●   লালমোহনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনের অন্তঃসত্ত্বা মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় বাবা মা।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে হাফিজ উদ্দিন সার্কেল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহন আসছেন আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে হাফিজ উদ্দিন সার্কেল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ ●   দুষ্কৃতকারীরা বিএনপিতে ঢুকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে-মেজর হাফিজ।।লালমোহন বিডিনিউজ ●   মা ইলিশ সংরক্ষণ অভিযানে লালমোহনে রেকর্ড সাফল্য।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা।।লালমোহন বিডিনিউজ ●   লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোর করে বাগান বাড়ি দখলের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

Lalmohan BD News
বুধবার, ২০ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নিরাপদ সড়কের দাবি, শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ।। লালমোহন বিডিনিউজ
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নিরাপদ সড়কের দাবি, শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ।। লালমোহন বিডিনিউজ
৬১৮ বার পঠিত
বুধবার, ২০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিরাপদ সড়কের দাবি, শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ।। লালমোহন বিডিনিউজ

লালমোহন বিডিনিউজ, ঢাকা : রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। তাঁদের সমর্থনে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

---
বুধবার ২০মার্চ বেলা সাড়ে ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা অবস্থান নেন।
সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক আহমেদসহ বিপুল নেতাকর্মী অংশ নেন। এতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের কলেজ-স্কুলের শিক্ষার্থীরাও।
হাসান আল মামুন, ‘বারবার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন হচ্ছে না। সাধারণ শিক্ষার্থীদের দাবি মানা হচ্ছে না। আজ সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তার সঙ্গে একাত্মতা পোষণ করে শাহবাগে অবস্থান নিয়েছি। আশা করি, এবার আর আশ্বাস নয়, সত্যিই আমরা নিরাপদ সড়ক উপহার দিয়ে ঘরে ফিরব।’

---
এদিকে, একই দাবিতে সকাল থেকে বিক্ষোভে মেতেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা দুর্ঘটনার জন্য দায়ী বাসের চালক ও তাঁর সহকারীর বিচার চেয়েছেন।
১৯ মার্চ মঙ্গলবার সকালে প্রগতি সরণি এলাকায় ‘সুপ্রভাত পরিবহনের’ একটি বাসের ধাক্কায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) শিক্ষার্থী আবরার। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার বসুন্ধরা এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরীর ছেলে।
আন্দোলনরত শিক্ষার্থীরা দুর্ঘটনায় দায়ী বাসচালকের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি মঙ্গলবার আট দফা দাবি জানিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে, ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ নিয়মিতভাবে পরীক্ষা, পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, ঝুঁকিপূর্ণ রাস্তায় পদচারী সেতু ও স্পিডব্রেকার নির্মাণ এবং অনুপযোগী যানবাহন চলাচল বন্ধ করা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া শিক্ষার্থীরা বুধবার সকালেও ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস ফর আবরার’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’ এ রকম নানা স্লোগানে নিরাপদ সড়কের দাবি জানাচ্ছেন।
রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায়ও সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।
রাজধানীর মিরপুর রোডের একটি অংশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সকালে কিছু শিক্ষার্থী অবস্থান নেন রায়সাহেব বাজার এলাকায়। এসব এলাকায় যানবাহনের ব্যাপক জট দেখা গেছে। শিক্ষার্থীরা নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। কারো কারো হাতে জাতীয় পতাকাও রয়েছে।

---



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)