সোমবার, ১৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর প্রতিটি কথা বাঙালী জাতির পথনির্দেশক-সাংসদ জ্যাকব।। লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুর প্রতিটি কথা বাঙালী জাতির পথনির্দেশক-সাংসদ জ্যাকব।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাসন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, তার মতো নেতা হাজার বছরেও একজন জম্ম নেন না। তার প্রতিটি কথা এই বাঙালী জাতির পথনির্দেশক ।
রবিবার ১৭ মার্চ দুপুর ১২ টায় চরফ্যাসন সরকারী কলেজের চত্তরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলার স্থপতি এটা কোন আকষ্মিক ঘটনা নয়। বাঙালী জাতি হঠাৎ করেই স্বাধীনতা পায়নি। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দক্ষতা,বিচক্ষণতা, দূরদর্শিতা ও পরিশ্রমেই বাঙালী জাতি পেয়েছে সার্বভৌমত্ব-স্বাধীনতা। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সর্বত্র বঙ্গবন্ধুর সরব নেতৃত্ব ছিল। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা চার বার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অর্জিত স্বাধীনতাকে বুকে লালন করে সোনা বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
চরফ্যাশন সরকারী কলেজের অধ্যক্ষ কয়সার আহমেদ দুলালে’র সভাপত্বিতে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যন জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ছাদেক মিয়া, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিয়া প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জম্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।