রবিবার, ১৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ফিল্মি স্টাইলে বসত বাড়ীতে হামলা, লুটতরাজ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ফিল্মি স্টাইলে বসত বাড়ীতে হামলা, লুটতরাজ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে একটি বসতঘরে সন্ত্রাসীরা হামলা ও লুটতরাজের ঘটনা ঘটিয়েছে। রাতের আধারে হামলা চালিয়ে ক্যাডাররা ওই বাড়ীর ২ লক্ষাধিক টাকার স্বর্নালংকার, নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ক্ষতি সাধন করেছে আরো ৫০ হাজার টাকার মালামাল। গত ৭ মার্চ রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ডাঃ যোগেশ চন্দ্র মন্ডলের বসত ঘরে এঘটনা ঘটেছে। হামলা ও লুটপাটের ঘটনায় যোগেশ চন্দ্র মন্ডলের ছেলে নীল রতন মন্ডল বাদী হয়ে মিঠুন ভক্ত, রনজিৎ রনা, সঞ্জয়, লক্ষন ভক্ত এবং অজ্ঞাত আরো ৩ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় ১৩ মার্চ একটি মামলা দায়ের করেন। যার নং জি.আর ১৫/২০১৯ইং।
প্রত্যক্ষদর্শী ও মামলার বিবরনীতে জানা যায়, ঘটনার রাতে একদল ক্যাডার মিঠুন ভক্তের নেতৃত্বে তিন মোটর সাইকেল যোগে অস্ত্র-স্বস্ত্র নিয়ে যোগেশ ডাক্তারের বসতঘরে হামলা ও লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীরা ডাক্তারের পুত্র বধু লীপি রানী মন্ডলের উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। ক্যাডাররা ঘরের আলমারীর তালা ভেঙ্গে টাকা ও স্বর্নালংকার লুট করে। এ সময় বাড়ীর লোকজনের ডাক-চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে সন্ত্রসীরা তাদের ব্যবহ্নত ২টি মোটর বাইক নিয়ে পালালেও লোকজন একটি মোটর সাইকেল আটক করতে সক্ষম হন। মোটর সাইকেলটির নম্বর ভোলা-ল ১১-০৫০১। পুলিশ গাড়ীটি মামলার আলামত হিসেবে জব্দ করেছে। এদিকে হামলার শিকার ওই পরিবারের লোকেরা জানায়, মামলা তুলে নিতে সন্ত্রাসীরা তাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। পরিবারের সদস্যদের খুন-জখম সহ বয়াবহ পরিনতি ভোগ করতে হবে বলে হুমকি অব্যাহত রেখেছেন। ফলে নিরুপায় যোগেশ ডাক্তার পরিবার এখন চরম আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিন রাত কাটাচ্ছেন।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, থানায় মামলা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।