শনিবার, ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » না ফেরার দেশে পাড়ি দিলেন সাংবাদিক রিংকুর পিতা।। লালমোহন বিডিনিউজ
না ফেরার দেশে পাড়ি দিলেন সাংবাদিক রিংকুর পিতা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন।। পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন লালমোহন প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক রিংকুর পিতা হাজী রফিজল ইসলাম মিয়া।
১৬ মার্চ শেষ রাতে তিনি চিল্লার জামাতে আল্লাহর রাস্তায় থাকাকালীন সিরাজগঞ্জের মসজিদে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি আঃ সাত্তার, সম্পাদক জসিম জনি, সহসভাপতি এসবি মিলন ও মাহমুদ হাসান লিটন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক শাহিন আলম মাকসুদ, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক প্রভাষক হারুন, সাংবাদিক ফোরামের সম্পাদক নুরুল আমিন, মিডিয়া ক্লাবের সভাপতি কবি রিপন শান, সম্পাদক ফয়েজ ফ্যাশন, সাংবাদিক ফেডারেশনের সভাপতি আবুল হাসান রিমন, সম্পাদক মিজানুর রহমান, জার্নালিস্ট ফোরামের সভাপতি জাহিদুল ইসলাম দুলাল, সম্পাদক শংকর মজুমদারসহ কর্মরত সকল সাংবাদিক। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।