শনিবার, ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে কলস মার্কায় ভোট চান শিখা আফরোজ।। লালমোহন বিডিনিউজ**ভিডিও সহ**
সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে কলস মার্কায় ভোট চান শিখা আফরোজ।। লালমোহন বিডিনিউজ**ভিডিও সহ**
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ৩১মার্চ রবিবার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে কলস প্রতীক কে জয়ী করে সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সহায়তা করতে ভোটারদের দ্বারে দ্বারে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজ ইয়াসমিন শিখা।
উপজেলাবাসীর বিপদাপদে পাশে থেকে সন্ত্রাসমুক্ত উপজেলা গঠনের অঙ্গীকার করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের কাছে কলস প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে কলস প্রতীকের গণসংযোগকালে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলস প্রতীকের প্রার্থী শিখা আফরোজ বলেন, আমি তৃণমূল থেকে নির্বাচিত হয়েই আমি আপনাদের কাছে এসেছি। লর্ডহার্ডিঞ্জ থেকে আমি একচেটিয়া ভোট পেয়েছি। সেই দাবি নিয়েই আমি আপনাদের কাছে এসেছি।
আমি নতুন, আমাকে একটিবার সুযোগ দিন। কলস প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে একটি সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবো বলে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় কলস প্রতীক নিয়ে স্লোগানে মেতে উঠেন উপস্থিত সমর্থকরা।